পাকিস্তান নারী দলের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়

দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডের কাছে পাত্তা পেলো না পাকিস্তান নারী ক্রিকেট দল। সফরকারীদের ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে এগিয়ে থেকে সিরিজ জিতে নিলো স্বাগতিক দলের মেয়েরা।

নর্দাম্পটনে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৪ রান তোলার পর বল হাতে ১৫ দশমিক পাঁচ ওভারে নিদা দারের দলকে ৭৯ রানে গুড়িয়ে দেয় ইংল্যান্ড।

শুরুতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের কোন ব্যাটারই বড় রানের ইনিংস খেলতে পারেননি। তবে সবাই কমবেশি অবদান রেখেছেন। ওপেনার মাইয়া বৌচিয়া ৩০ রান করেছেন। এছাড়া ৩১ রান করে এসেছে অ্যালিস রোজ ক্যাপসি ও ন্যাট সিভার ব্রান্টের ব্যাটে।

পাকিস্তানে পক্ষে অধিনায়ক নিদা দার চার ওভারে ৩৩ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ওয়াহিদা আক্তার, ডায়ানা বেগ ও সাদিয়া ইকবাল।

সিরিজে টিকে থাকতে এই ম্যাচের জয়ের বিকল্প নেই এমন সমীকরণের ম্যাচে তৃতীয় ওভারেই লরেন কেটি বেলের জোড়া আঘাতে দলীয় ৮ ও ৯ রানে ফিরে যান গুল ফিরোজা ও সাদাফ শামস। এর পর দলের অন্য ব্যাটাররাও নিয়মিত আসা-যাওয়া শুরু করলে ২৫ বলে আগেই গুটিয়ে যায় পাকিস্তান।

ইংল্যান্ডের পক্ষে তিন বোলার সফরকারীদের ওপর ছড়িয়ে ঘুড়িয়েছেন। তিন উইকেট দুই ওভার পাঁচ বলে ১১ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন সোফি একলেস্টোন। এছাড়া দুটি করে উইকেট তুলে নিয়েছেন লরেন বেল, সারাহ গ্লেন ও অ্যালিস রোজ ক্যাপসি।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ব্যাট হাতে ৩১ রান ও বল হাতে ২ উইকেট নেয়া অ্যালিস ক্যাপসি।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামীকাল অনুষ্ঠিত হবে।

Exit mobile version