এশিয়া কাপের ফাইনালে কে যাবে? শ্রীলঙ্কা না পাকিস্তান। পুরোপুরি নির্ভর করছে আজকের পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচের ওপর। এরই মধ্যে ভারত তাদের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যদি পাকিস্তান জেতে তবে এশিয়া কাপের ৩৯ বছরের ইতিহাসে ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
এশিয়া কাপের পয়েন্টের বিচারে এখন সবার ওপরে ভারত। দুই ম্যাচ খেলেই তাদের সংগ্রহ চার। এরপরে আছে শ্রীলঙ্কা, তারপর পাকিস্তান। দুটো দলই একটি করে ম্যাচ জিতেছে তবে রানের দিক থেকে এগিয়ে শ্রীলঙ্কা। আজকের ম্যাচে যে জিতবে সেই ফাইনালে খেলবে ম্যান ইন ব্লুদের সাথে।
ভারতের শেষ ম্যাচ বাংলাদেশের সাথে। এই ম্যাচে জিতুক বা হারুক ফাইনালে নিজেদের অবস্থান বজায় রাখবে ভারত। জিতলে শীর্ষে থেকেই ফাইনালে খেলবে ভারত আর হেরে গেলে দ্বিতীয় স্থানে থেকে নামবে ফাইনালে।
বলতে গেলে বৃহস্পতিবার পাকিস্তান-শ্রীলঙ্কা সেমিফাইনাল। যে দল জিতবে সেই সেমিফাইনালে। আর যদি বৃষ্টির কারণে ম্যাচ ক্যানসেল হয়ে যায় তবে রান এগিয়ে থাকার হিসেবে ফাইনালে উঠবে শ্রীলঙ্কা। মূলত ভারতের কাছে ২২৮ রানের বিশাল ব্যবধানে হেরে রান রেটের দিক দিয়ে পিছিয়ে গেছে পাকিস্তান। এজন্য আজকের ম্যাচের ওপরেই নির্ভর করছে বাবারদের ভাগ্য।
এদিকে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ বলছে, কলম্বাতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টিতে যদি ম্যাচ ভেসে যায় তবে কপাল পুড়বে পাক ক্রিকেটারদের।