পাকিস্তান নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়ালেন ইউসুফ

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটি থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ ইউসুফ। এক্স (সাবেক টুইটার) এ পোস্ট করে ইউসুফ তার পদত্যাগের ঘোষণা দেন। তিনি লেখেন, “পাকিস্তান ক্রিকেটের উন্নতিতে অবদান রাখতে পারা ছিল আমার জন্য গর্বের বিষয়। দলের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে এবং তাদের সাফল্যের জন্য শুভকামনা জানাই।”

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইউসুফের পদত্যাগকে স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছে এবং তাকে ধন্যবাদ জানিয়েছে। যদিও ইউসুফ পিসিবির জাতীয় উচ্চ পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ হিসেবে তার দায়িত্ব চালিয়ে যাবেন।

পাকিস্তানের নির্বাচক কমিটিতে সাম্প্রতিক মাসগুলোতে পরিবর্তন লেগেই আছে। মার্চ মাসে সাত সদস্যের কমিটি গঠন করা হয়, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর দুই নির্বাচককে সরানো হয়। ইউসুফের বিদায়ের পর এখন আসাদ শফিকই কেবলমাত্র ভোটিং সদস্য হিসেবে থাকলেন, নির্বাচক কমিটির পরবর্তী দায়িত্ব হবে ইংল্যান্ডের বিপক্ষে বাকি টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করা।

Exit mobile version