আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে তাঁদের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। তাঁদেরকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দিবে স্বাগতিকরা।
তাঁদের সাথে একসাথে কাজ করার জন্য একজন সিকিউরিটি কনসালটেন্ট অর্থাৎ নিরাপত্তা পরামর্শক নিয়ে যেতে চায় বাংলাদেশ। এইজন্য সরকারের কাছে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনায় নিয়েই মূলত এই পদক্ষেপ নিবে বিসিবি। শান্ত-সাকিবরা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবেন আগামী ১৭ আগস্ট। রাওয়ালপিন্ডিতে তাঁরা প্রথম টেস্ট খেলবে ২১ থেকে ২৫ আগস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৩০ আগস্ট।