বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান ও ভারত। অথচ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর টুর্নামেন্ট ছাড়া তাঁদের দেখাই হয় না। এর মূল কারণ এই দুই দেশের রাজনৈতিক বৈরতা। যার ফলে তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ হয় না প্রায় ১৭ বছর।
এই দুই দলের লড়াই দেখতে আগ্রহের কমতি নেই ক্রিকেট ভক্তদের। এমনকি সম্প্রতি পাকিস্তান সফরের ইচ্ছাপ্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটের পোষ্টারবয় বিরাট কোহলি।
কোহলির আগ্রহের কথা শুনে খুশি হয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ভারতের হয়ে অথবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য কোহলিকে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
পাকিস্তানের পর্বতারোহী শেহরাজ কাশিফের সঙ্গে ভিডিও কলে নিজের এই ইচ্ছার কথা জানান কোহলি। সেখানে কাশিফকে তিনি বলেন, ‘আশা করি, আমরা শিগগিরই পাকিস্তান সফর করবো। সবাই তো এখন পাকিস্তান সফর করতে শুরু করেছে।’
কোহলির এই কথায় মুগ্ধ হয়ে আফ্রিদি বলেন, ‘আমি কোহলির কাছ থেকে এমন বক্তব্যই আশা করি। আমি কোহলিকে স্বাগত জানাই। সে পিএসএলে বা ভারত দলের হয়ে এখানে খেলতে আসুক।’