বিসিবির পরিচালকের পদ হারালেন ১১ জন

অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালকের পদ হারালেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। সব মিলে এবার ১১ পরিচালক বিসিবির পদ হারিয়েছেন। সরকার পরিবর্তনের পর বিসিবি সভাপতির দায়িত্ব ছেড়ে দেয়ার পর পরিচালক পদে ছিলেন পাপন।

এবার পরিচালকের পদও হারালেন তিনি। অবশ্য তার সঙ্গে একইভাবে পরিচালক পদ হারালেন আরও ১০ জন। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী টানা তিন বা ততোধিক বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে তাদের পরিচালক পদ শূন্য হয়ে গেছে। সেই তালিকায় আছেন নাজমুল হাসান পাপন। এছাড়া এই তালিকায় আছেন মঞ্জুর কাদের, আ জ ম নাছির উদ্দিন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ (টিটু), ওবায়েদ রশিদ নিজাম, গাজী গোলাম মোর্তজা ও নাজিব আহমেদ।

এছাড়াও আরও তিন পরিচালক নাঈমুর রহমান, এনায়েত হোসেন সিরাজ ও খালেদ মাহমুদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে এ দিনের বোর্ড সভায়।

তবে পাপনের বোর্ড পরিচালকদের মধ্যে এখনও সক্রিয় আছেন মাহবুব আনাম, আকরাম খান, ফাহিম সিনহা, কাজী ইনাম আহমেদ, শফিউল আলম স্বপন, সালাউদ্দিন আহমেদ, ইফতেখার রহমান ও মঞ্জুর আলম।

Exit mobile version