নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই জানা গিয়েছিলো বিশ্বকাপ শেষেই এই অস্থায়ী স্টেডিয়ামটি সরিয়ে নেয়া হবে। এটি মূলত ক্রিকেটের প্রথম ‘মডিউলার’ স্টেডিয়াম। চাইলেই স্থানান্তর করা যায় স্টিল এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরী এই স্থাপনা।
গতকাল ছিলো এই মাঠে চলতি বিশ্বকাপের শেষ ম্যাচ। সেখানে ভারতকে আতিথেয়তা দিয়েছে আয়োজক যুক্তরাষ্ট্র। ম্যাচ শেষেই এই স্থাপনার সংযুক্তিগুলো খুলে অন্যত্র সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। সামাজিকমাধ্যমে এই নিয়ে একটি ভিডিও পোষ্ট করেছে ভারতের বার্তা সংস্থা এএনআই।
এই স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই সময়টায় সেখানে লোকজনের অবাধ যাতায়াত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। স্টেডিয়ামের স্থাপনাগুলো সরিয়ে নেয়ার পর সেখানে আবারো সাধারণ মানুষ অবাধে যাতায়াত করতে পারবেন।
