জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল। চার-ছক্কার টি-টোয়েন্টির আসরে এবার নতুন ঘোষণা দিলেন পিএসএলের দল মুলতান সুলতানের মালিক! টুর্নামেন্টে যতটি ছক্কা হাঁকাবে এবং উইকেট নিবে, তত লাখ রুপি করে গাজার শিশুদের দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
করাচি স্টেডিয়ামে মুলতান গতকাল করাচি কিংসের বিপক্ষে খেলতে নেমে এমনটাই ঘোষণা দেন মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। মুলতানের দেওয়া অর্থ যাবে ইসরাইলি বর্বতায় ফিলিস্তিনে দুর্বিষহ জীবন পার করতে থাকা শিশুদের কাছে।
এছাড়া ডেইলি পাকিস্তান জানায়,‘মুলতানের মালিক আলী তারিনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মুলতান সুলতানসে আমরা আমাদের প্লাটফর্মটিকে ইতিবাচক মনে করি। এই মৌসুমে আমরা ফান্ড দিয়ে ফিলিস্তিনের শিশুদের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিন করাচির বিপক্ষে ২৩৪ রান সংগ্রহের পথে মুলতান মোট ৯টি ছক্কা হাঁকিয়েছে। পরে করাচির উইকেট নিয়েছে ৬টি। অর্থাৎ এক ম্যাচ শেষেই গাজার শিশুদের ফান্ডে জমা হচ্ছে ১৫ লাখ রুপি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৬ লাখের মতো। করাচির বিপক্ষে ২৩৪ রান করেও মুলতান ম্যাচটি জিততে পারেনি। তারা হেরেছে ৪ উইকেটে।