পিএসএল ড্রাফটে ২৮ বাংলাদেশি, প্লাটিনাম ক্যাটাগরিতে একমাত্র সাকিব

গতকাল রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের ড্রাফটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন বাংলাদেশের পোষ্টার বয় সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বাংলাদেশি অধিনায়ককে নিয়ে একটি ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল।

প্লেয়ার ড্রাফটে ছয়টি ক্যাটাগরিতে মোট ৪৯৩ জন বিদেশি খেলোয়াড়দের রাখা হয়েছে। সেখানে বাংলাদেশি খেলোয়াড় আছেন ২৮ জন। তবে প্লাটিনাম নামের সবচেয়ে দামী ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডারকে নিজেদের দলে ভেড়াতে চাইলে ফ্র্যাঞ্চাইজিগুলোর গুণতে হবে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, টাকার অঙ্কে যা প্রায় দেড় কোটি টাকা।

প্লাটিনামের পরেই আছে ডায়মন্ড ক্যাটাগরি। সেখানে অবশ্য জায়গা পেয়েছেন পাঁচজন বাংলাদেশি। অভিজ্ঞ তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহর সাথে সেই তালিকায় জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। তাঁদের প্রত্যেকের ভিত্তিমূল্য হবে প্রায় ৬৬ লাখ টাকা।

তবে অন্য চার ক্যাটাগরি অর্থাৎ গোল্ড, সিলভার, ইমার্জিং ও সাপ্লিমেন্টারিতে থাকা বাকী ২২ বাংলাদেশি ক্রিকেটার কারা সেই তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে তিন মৌসুমে পিএসএলে খেলেছিলেন সাকিব। পিএসএলের সর্বশেষ আসরে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন তিনি। ২০১৭ সালেও সাকিব খেলেছেন পেশোয়ার জালমিতে। পিএসএলে তাঁর অভিষেক হয় ২০১৬ সালে। সেবার করাচি কিংসের জার্সিতে খেলেছিলেন এই তারকা অলরাউন্ডার।

আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে পিএসএলের এবারের আসর। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে খেলোয়াড়দের নাম নিলামে ওঠার সম্ভাব্য তারিখ আগামী ১৪ ডিসেম্বর।

প্রতিবারের মতো এবারও একই সময়ে বিপিএল আর পিএসএল একই সময়ে চলমান থাকবে। বিপিএল শেষ হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। সাকিবের দল রংপুর রাইডার্স প্লে-অফে উঠলে স্বাভাবিকভাবেই পিএসএলের শুরুর দিকে খেলতে দেখা যাবে না সাকিবকে।

Exit mobile version