প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরের প্লে-অফ পর্বে অংশ নিতে চার দিনের জন্য ছাড়পত্র পেয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ সোমবার দুপুরে এক বার্তায় জানিয়েছে, ২২ থেকে ২৫ মে পর্যন্ত মিরাজকে পাকিস্তানে খেলতে দেওয়া হচ্ছে। তিনি খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে, যারা পিএসএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে।
লাহোর কালান্দার্সের মূল একাদশে থাকা জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ছেড়ে যাচ্ছেন। তার পরিবর্তেই মিরাজকে দলে নিতে আগ্রহী হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
চার দিনের এই ছাড়পত্রে মিরাজ পিএসএলের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে পারবেন। ২২ মে এলিমিনেটর ম্যাচ, ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার (প্রয়োজনে) আর ২৫ মে অনুষ্ঠিত হবে ফাইনাল। ফলে পুরো প্লে-অফ সময়জুড়েই লাহোর কালান্দার্স মিরাজকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের একটি সূত্র জানায়, মিরাজের এনওসি চেয়ে পাঠানো আবেদনটি ইতিবাচকভাবে বিবেচনা করা হয়েছে। অবশেষে সেটি আনুষ্ঠানিকভাবে অনুমোদনও পেল।
