না, রাজনৈতিক বা অন্য কোন টানাড়োনের কারণে নয় গুজরাটি উৎসবের কারণে পিছিয়ে যেতে পারে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেট ‘মহারণ’।
এই দুই দলের ম্যাচের জন্য অপেক্ষা করেন পুরো বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমী। কিন্তু দেশটির সংবাদ মাধ্যমের দাবী ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’র কারণেই ম্যাচটি পিছিয়ে যেতে পারে। দেশটির
আইনশৃঙ্খলা বাহিনীর আশংকা, এই দিন ম্যাচ আয়োজনের কারণে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। ইতিমধ্যেই তারা বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন। আগামীকালের বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে।
নবরাত্রি গুজরাটের গুরুত্বপূর্ণ উৎসব। উৎসবটি চলেও সপ্তাহব্যাপী। স্থানীয় জনগণ নবরাত্রির সময় এই উৎসব নিয়ে মেতে থাকবে। তাদের নিরাপত্তার একটা প্রশ্ন থাকেই। আর এ সময় ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজিত হলে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করাটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বেশ কষ্টসাধ্যই হয়ে পড়বে।
