ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেট ভেন্যু, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলছে ভারত ও নিউজিল্যান্ডের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া টেস্টে প্রথমে দাপট দেখিয়েছেন ভারতের ডানহাতি অফব্রেক বোলার ওয়াশিংটন সুন্দর। ৫৯ রানে তুলে নিয়েছেন কিউইদের ৭ উইকেট। এরপর দৃশ্যপটে হাজির হলেন সফরকারী দলের বাহাতি স্পিনার মিচেল স্যান্টনার। স্বাগতিক দলের ৭ ব্যাটারকে আউট করতে স্যান্টনার খরচ করেছেন ৫৩ রান।
ব্যাঙ্গালোরে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরেছে ভারত। ফলে সিরিজ পরাজয় এড়াতে এই ম্যাচে অন্তত ড্র করতে হবে রোহিত শর্মার দলকে। কিন্তু প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে ভারত অল আউট হয়েছে ১৫৬ রানে। ১০৩ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৪ রান নিয়ে তৃতীয় সেশনের প্রথম ঘন্টা শেষ করেছে। সব মিলিয়ে ২৫৭ রানে এগিয়ে আছে সফরকারীরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















