প্রথম অঘটন ঘটালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচ টাই হয়েছে। সুপার ওভারে ম্যাচ জিতেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের দেয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৫৯ রানে থামে যুক্তরাষ্ট্র।

সুপার ওভারে ৫ রানে হেরেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১৮ রান করে যুক্তরাষ্ট্র। জবাব দিতে নেমে ১৩ রান করেছে পাকিস্তান।

জয়ের জন্য শেষ ওভারে ১৫ রান দরকার ছিল যুক্তরাষ্ট্রের। প্রথম ৫ বলে ১০ রান দেন পাকিস্তানের পেসার হারিস রউফ। শেষ বলে দরকার ছিল ৫ রান। হারিস রউফের ফুলটস বলটা লং অফ দিয়ে উড়িয়ে মেরে ৪ রান আদায় করে নেন যুক্তরাষ্ট্রের ব্যাটার নীতিশ কুমার।

যুক্তরাষ্ট্রের হয়ে ৫০ রান করেছেন মোনাঙ্ক। ৩৫ রান করেছেন গাউস এবং ২৬ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন অ্যারন জোনস।

Exit mobile version