প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৪৪ রানে হারলো বাংলাদেশ

রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যক্তিগত ১৫ রানেই বোল্ড হয়ে ফেরেন শান্ত।

পরাজয় দিয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ২০০ রান করে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৩৭ রান করেছিলো কিউইরা। ডাকওয়ার্থ এন্ড লুইস (ডিএলএল) মেথডে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল ২৪৫ রানে।

ডানেডিনে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশের আমন্ত্রণে প্রথমে ব্যাট হাতে নামে নিউজিল্যান্ড। স্বাগতিকদের শুরুটা ছিলো খুবই বাজে। প্রথম ওভারেই দুই কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসকে আউট করেন পেসার শরিফুল ইসলাম।

ম্যাচে বারবারই বাধা হয়ে এসেছে বৃষ্টি। ফলে ম্যাচের পরিধি কমতে থাকে। শেষ পর্যন্ত ম্যাচের দৈর্ঘ ৩০ ওভারে এসে দাঁড়ায়। মাত্র ৫ রানে দুই উইকেট হারানোর পর ওপেনার উইল ইয়ং ও অধিনায়ক টম লাথাম ইনিংসে মেরামতের দায়িত্ব নেন। দারুণ ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়েছে গড়েন ১৭১ রানের পার্টনারশিপ।

অবশ্য অল্পের জন্য টম লাথাম সেঞ্চুরি পাননি। ৯২ রানে থামতে হয়েছে তাকে। ইয়ংও থেমেছেন, তবে তার আগেই ঠিকই তিন অঙ্কের জাদুকরী রানের দেখাও পেয়েছেন। ১০৫ রানে রান আউট হয়েছেন। ইনিংসটি খেলতে ৮৪ বলের মোকাবেলা করেছেন।

ইয়ং অবশ্য বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে ছোটখাটো ঝড় বইয়ে দিয়েছেন। ১৪টি বাউন্ডারির পাশাপাশি চারবার বলকে বল উড়িয়ে সীমানার বাইরে ফেলেছেন। আর লাথাম তার ৯২ রান করতে ৯ বাউন্ডারির পাশাপাশি তিন ওভার বাউন্ডারিতে সাজিয়েছিলেন ইনিংসটি। মূলত এই ব্যাটারে ভর করেই নিউজিল্যান্ড ২৩৯ রান করে।

বাংলাদেশের ব্যাটিং অবশ্য অতটা খারাপ হয়নি। তবে একটা ঝড়ো ইনিংসের অভাব ছিল। শুরুতে অবশ্য বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন সৌম্য সরকার। তার উইকেট হারালেও দারুণভাবে বিপর্যয় সামাল দিয়েছিলেন এনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্ত। কিছু সময় ব্যবধানে অধিনায়ক শান্ত বিদায় নেন।

এনামুল হক ও লিটন দাস ভালোভাবেই দলকে সামনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু মাত্র ১২ রানের ব্যবধানে তারা আউট হয়ে দলকে সত্যিকারভাবেই বিপদের মুখে ঠেলে দেন।

এনামুল হক ৪৩ রান করেছেন। তৌহিদ হৃদয়ের সংগ্রহ ছিল ৩৩ রান। আফিফ হোসেন ২৮ বলে ৩৮ রান করেছেন। আফিফের মতো আক্রমণাত্মক আর দুটো ইনিংসে থাকলেও ম্যাচের ভাগ্য অন্যরকম হলেও হতে পারতো।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন উইল ইয়ং।

স্কোর:

টস: বাংলাদেশ

ভেন্যু: ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন

নিউজিল্যান্ড: ২৩৯/৭ (ইয়াং ১০৫, টম লাথাম ৯২) ও বাংলাদেশ: ২০০/৯ (৪৩ এনামুল হক, আফিফ হোসেন ৩৮ তৌহিদ হৃদয় ৩৩ ও মেহেদি মিরাজ ২৮*)

Exit mobile version