প্রথম দিনে বাংলাদেশের প্রাপ্তি ৪ উইকেট

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে বোলিংয়ে এসে শুরুটা দুর্দান্ত করেছিলো বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। দ্রুত সময়ের মধ্যে ফিরিয়েছে আব্দুল্লাহ শফিক, শান মাসুদ ও বাবর আজমকে। তবে সাইম আইয়ুব ও সৌদ শাকিলের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে পাকিস্তান।

২১ ওভার, ৮১ রান, ৩ উইকেট, ৩.৮৬ রান রেট। চা বিরতির আগে পাকিস্তানের সংগ্রহ। শুরুটা করেছেন হাসান মাহমুদ। বাবর আজমের উইকেট নিয়ে স্বপ্নপূরণের মাধ্যমে শেষটা টেনেছেন শরিফুল। অবশ্য সাইম আইউব আর সাউদ শাকিলের ব্যাটে ম্যাচে ফিরেছে স্বাগতিকরা।

এই জুটি দাঁড়ানোর আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। হাসান মাহমুদের বলে জাকির হাসানের দুর্দান্ত ক্যাচে ফিরেছেন আবদুল্লাহ শফিক (১৪ বলে ২) । এরপর শরীফুল ইসলাম জোড়া আঘাতে ফেরান শান মাসুদ (১১ বলে ৬) ও বাবর আজমকে (২ বলে ০) । দুজনই ক্যাচ দেন লিটন দাসের হাতে।

দিনের শেষ সেশনের পানি পানের বিরতির পর প্রথম বলেই আউট হয়েছেন সাইম। তাতে থেমেছে সাইম আইয়ুব–সৌদ শাকিলের ৯৮ রানের জুটি। ৯৮ বলে ৫৬ রান করা এই ব্যাটারকে নিজের দ্বিতীয় শিকার বানিয়েছেন হাসান মাহমুদ।

সাড়ে চার ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচটির প্রথম দিনের খেলা হয়েছে ৪১ ওভার। শাকিল অপরাজিত আছেন ৫৭ রানে আর রিজওয়ানের সংগ্রহ ২৪ রান। বাংলাদেশের হয়ে সমান দুইটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

Exit mobile version