প্রথম দেখায় টস জিতে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

চলছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে স্কটল্যান্ড।

এখনো পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মুখোমুখি না হলেও একদিনের ক্রিকেটে এই দুই দলের লড়াই হয়েছে পাঁচবার। যার সর্বশেষটা মাঠে গড়ায় ২০১৮ সালে। সেবার রিচি বেরিংটনের স্কটল্যান্ডের কাছে নাস্তানাবুদ হতে হয়েছিলো ইংল্যান্ডকে। বাকী চার ম্যাচ হারলেও এই একটা ম্যাচই আজ হতে পারে স্কটিশদের অনুপ্রেরণার উৎস।

ইংল্যান্ড একাদশ : জস বাটলার (অধিনায়ক), ফিলিপ সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

স্কটল্যান্ড একাদশ : জর্জ মুনসি, মাইকেল জোন্স, ব্রেন্ডন ম্যাকমুলেন, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, ক্রিস্টোফার সোল, ব্র্যাড হুইল, ব্র্যাডলি কুরি।

Exit mobile version