টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ব্যর্থ বাংলাদেশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

পুরো ম্যাচে এভাবেই আউট হয়ে মাথা নীচু করে ফিরে গেছেন বাংলাদেশ দলের ব্যাটাররা

প্রথম ম্যাচে বড় কোন জুটি পায়নি বাংলাদেশ

প্রথম ম্যাচেই ব্যর্থ বাংলাদেশ

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা যেন কাটছেই না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সেই পুরনো চিত্রই দেখা গেল চট্টগ্রামে। তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ, শেষ দিকে কিছুটা প্রতিরোধ এলেও তা শুধু ব্যবধান কমিয়েছে। ফলে প্রথম টি–টোয়েন্টিতে ১৬ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা

সোমবার (২৭ অক্টোবর) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান তোলে ক্যারিবীয়রা। জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ১৯.৪ ওভারে ১৪৯ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা। ১৬ রানের মাথায় সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম, জেইডেন সিলসের বলে রোমারিও শেফার্ডের হাতে ক্যাচ দেন ১৫ রানে। তৃতীয় ওভারের শেষ বলেই ফেরেন অধিনায়ক লিটন দাস; ৮ বলে ৫ রান করে আকিল হোসেনের বলে ক্যাচ দেন তিনিও। এরপর দ্রুতই বিদায় নেন সাইফ হাসান (৮), শামীম হোসেন (১) ও নুরুল হাসান সোহান (৫)। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশের রান তোলার গতি থমকে যায় সেখানেই।

এর আগে ইনিংসের শুরুতে ধীরে-সতর্কভাবে খেলতে থাকেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার আলিক আথানাজে ও ব্রেন্ডন কিং। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৫৯ রান। নবম ওভারে রিশাদ হোসেনের বলে আথানাজে (২৭ বলে ৩৪) ফেরেন। এরপর কিংয়ের (৩৬ বলে ৩৩) উইকেট নেন তাসকিন আহমেদ, যিনি পরের বলেই শেরফান রাদারফোর্ডকে শূন্য রানে ফেরান।

শেষ দিকে শাই হোপ ও রভম্যান পাওয়েলের ব্যাটে ভর করে ভালো সংগ্রহ পায় অতিথিরা। হোপ অপরাজিত থাকেন ৪৬ রানে (২৮ বল), আর পাওয়েল খেলেন ২৮ বলে ৪৪ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ নেন ২ উইকেট, রিশাদ হোসেনের শিকার ১টি।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ : ১৬৫/৩ (২০ ওভার)
বাংলাদেশ : ১৪৯/১০ (১৯.৪ ওভার)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৬ রানে জয়ী।

Exit mobile version