পাকিস্তান ক্রিকেট দল এখন লজ্জার সময় পার করছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থা টালমাটাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লজ্জাজনক পারফরম্যান্স। এবার যোগ হলো নিউজিল্যান্ড সফরের লজ্জা। সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে সফরকারীরা। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজ স্বাগতিক দল ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
লজ্জার আরো বাকি আছে। পাকিস্তান প্রথমে ব্যাট করে মাত্র ৯১ রানে অল আউট হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে এটা তাদের সর্বনিম্ন টি-টোয়েন্টি স্কোর। আর সব মিলিয়ে পঞ্চম সর্বনিম্ন। ফলে বাবর আজম- রিজওয়ানদের বাইরে রেখে টি-টোয়েন্টিতে চলার শুরুটা ভালো হয়নি পাকিস্তানের।
দুই ওপেনারের কেউ রানের খাতা খুলতে পারেননি। ফলে বিনা রানে দুই উইকেট হারায় পাকিস্তান। অবস্থা এতটাই নাজুক ছিল ১১ রানে ৪ উইকেট হারিয়েছিল দলটি। সর্বোচ্চ রান করেছেন খুশদিল শাহ। তার সংগ্রহ মাত্র ৩২। আর অধিনায়ক সালমান আঘা করেছেন ১৮ রান।
কাইল জেমিসন ও জ্যাকব ডুফির বোলিংয়ে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। তারা যথাক্রমে ৩ ও ৪টি উইকেট শিকার করেছেন।
টিম সেইফার্ট, ফিন অ্যালেন ও টিম রবিনসনের দৃঢ়তায় নিউজিল্যান্ড সহজ জয় পায়। সেইফার্ট ৪৪ রান করেন। অ্যালেন ২৯ ও রবিনসন ১৮ রানে অপরাজিত থেকে জয় তুলে নেন।