প্রথম ম্যাচে পাকিস্তানের লজ্জা

উইকেট শিকারের আনন্দে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

পাকিস্তান ক্রিকেট দল এখন লজ্জার সময় পার করছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থা টালমাটাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লজ্জাজনক পারফরম্যান্স। এবার যোগ হলো নিউজিল্যান্ড সফরের লজ্জা। সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে সফরকারীরা। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজ স্বাগতিক দল ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

লজ্জার আরো বাকি আছে। পাকিস্তান প্রথমে ব্যাট করে মাত্র ৯১ রানে অল আউট হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে এটা তাদের সর্বনিম্ন টি-টোয়েন্টি স্কোর। আর সব মিলিয়ে পঞ্চম সর্বনিম্ন। ফলে বাবর আজম- রিজওয়ানদের বাইরে রেখে টি-টোয়েন্টিতে চলার শুরুটা ভালো হয়নি পাকিস্তানের।

দুই ওপেনারের কেউ রানের খাতা খুলতে পারেননি। ফলে বিনা রানে দুই উইকেট হারায় পাকিস্তান। অবস্থা এতটাই নাজুক ছিল ১১ রানে ৪ উইকেট হারিয়েছিল দলটি। সর্বোচ্চ রান করেছেন খুশদিল শাহ। তার সংগ্রহ মাত্র ৩২। আর অধিনায়ক সালমান আঘা করেছেন ১৮ রান।

কাইল জেমিসন ও জ্যাকব ডুফির বোলিংয়ে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। তারা যথাক্রমে ৩ ও ৪টি উইকেট শিকার করেছেন।

টিম সেইফার্ট, ফিন অ্যালেন ও টিম রবিনসনের দৃঢ়তায় নিউজিল্যান্ড সহজ জয় পায়। সেইফার্ট ৪৪ রান করেন। অ্যালেন ২৯ ও রবিনসন ১৮ রানে অপরাজিত থেকে জয় তুলে নেন।

Exit mobile version