প্রথম সেশনটা বাংলাদেশের

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে খুব একটা সুবিধা করতে না পারলেও নিজেদের ব্যাটিং ইনিংসে উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন থেকে দিনটা শেষ করেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। আজ তৃতীয় দিনের পঞ্চম ওভারেই জাকির ফিরে গেলেও নিজের অর্ধশতক পূরণ করে মধ্যাহ্নবিরতিতে গেছেন সাদমান। সাথে আছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার মুমিনুল হক।

দলীয় ইনিংসের ১৭তম ওভারে নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। নাসিম শাহর বলে রিজওয়ানকে ক্যাচ দিয়েছেন জাকির হাসান। তিনি থেমেছেন ৫৮ বলে ১২ রান করে।

ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্ত প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সফল হতে পারেননি। ৪২ বল খেলে ১৬ রানে ফিরেছেন বাংলাদেশি অধিনায়ক। শান্ত যখন উইকেট হারিয়েছেন, স্কোরবোর্ডে তখন ২ উইকেটের বিনিময়ে ৫৩ রান।

তবে দুই উইকেট হারালেও এই সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সেশনের শেষ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক তুলে নিয়েছেন সাদমান। তিনি অপরাজিত আছেন ১২৩ বলে ৫৩* রান করে। তাঁর সঙ্গী মুমিনুল হক অপরাজিত আছেন ৬৬ বলে ৪৫* রান করে। এই দুইজনের জুটি ৮১ রানের। আর বাংলাদেশ প্রথম ইনিংসে এখন পিছিয়ে ৩১৪ রানে।

Exit mobile version