বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের মেয়াদ শেষ হতে যাচ্ছে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। এই অবস্থায় দলের নতুন কোচ হিসেবে কাকে নির্বাচন করা হবে, তা নিয়ে আলোচনা চলছে। অনেকেই এবার দেশি কোচের পক্ষে মত দিলেও, সাবেক অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, দেশে এখনও প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মতো কেউ যোগ্য নন।
ভারত-বাংলাদেশ সিরিজে ধারাভাষ্য দিতে গিয়ে তামিম বলেন, দেশে দুই-তিনজন যোগ্য কোচ আছেন যারা সহকারি কোচ হতে পারেন, তবে প্রধান কোচ নয়।
তার মতে, কোচিং স্টাফে ৭০ শতাংশ বিদেশি আর ৩০ শতাংশ দেশি কোচ থাকা উচিত, যাতে দেশি কোচরা নিজেদের দক্ষতা আরও উন্নত করতে পারেন।