প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

আজ দুপুর ২.৩০ মিনিটে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে।

বিশ্বকাপে এবারের আসরের আয়োজক দেশ ভারত। ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক এই প্রতিযোগিতায় এবার রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল ৯ টি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবগুলো দলই একে অপরের মুখোমুখি হবে। তবে এর আগে দুইটি করে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে প্রতিটি দল।

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা শ্রীলঙ্কা। দিবারাত্রির এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের গুয়াহাটিতে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে।

অন্যদিকে ২ অক্টোবর দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই দুইটি ম্যাচই হবে গুয়াহাটিতে। দুটি ম্যাচই হবে দিবারাত্রির।

বিশ্বকাপের যে ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ, তার ৬টিই দিবারাত্রির। যে ম্যাচ তিনটি পুরোভাগ দিনের আলোয়, সেই ম্যাচগুলোয় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ অজিদের বিপক্ষে। এই ৯টি ম্যাচ ছয়টি ভেন্যুতে খেলবে বাংলাদেশ। একটি করে ম্যাচ হবে বেঙ্গালুরু, মুম্বাই ও চেন্নাইতে।

সূচি অনুযায়ী, দিবারাত্রির ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে। আর দিনের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১ টায়।

ভারতের ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর। ১০ দলের অংশগ্রহণে যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে মোট ৯টি ম্যাচ খেলব। রাউন্ড রবিন লিগের লড়াই শেষে সেরা চার দল নিয়ে সেমিফাইনাল হবে ১৫ ও ১৬ নভেম্বর, ভেন্যু মুম্বাই ও কলকাতা। ৪৬ দিনের এ আসরের পর্দা নামবে ১৯ নভেম্বর আহমেদাবাদে। তার আগে আসরের উদ্বোধনী ম্যাচে ৫ অক্টোবর মাঠে নামবে আগের আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

Exit mobile version