প্রস্তুতি ম্যাচ নিয়ে বাশারের ভাবনা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে নারীদের বিশ্বকাপ। তার আগে শনিবার প্রস্তুতি ম্যাচে রাতে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল।

বাংলাদেশ সময় রাত ৮টায় শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ নিয়ে হাবিবুল বাশার বলেন, ‘বিশ্বকাপের আগে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় যে সিরিজটা খেললাম। সেটা আমাদের অনেক কাজে লেগেছে, এখন আমরা বিশ্বকাপে চলে এসেছি।’

বিসিবির নারী উইংয়ের হেড অব অপারেশনস এছাড়া তিনি বলেন,‘বিশ্বকাপের আগে অনুশীলন ম্যাচে একটু ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে দেখতে চায়। তবে এই অনুশীলন ম্যাচগুলোতে যদি ভালোভাবে শুরু করা যায় তাহলে মূল ম্যাচগুলোতেও সেটি কাজে লাগে। দুটি অনুশীলন ম্যাচ খেলব আমরা। দুই একজন প্লেয়ারকে দেখে নিতে চাইবে দল, কম্বিনেশনও পরীক্ষা করতে পারবে।’

৩ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী দিনেই ম্যাচ রয়েছে বাংলাদেশের। তার আগে শ্রীলঙ্কা ও ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে তাদের দুটি প্রস্তুতি রয়েছে। দুই ম্যাচেই জয়ের আশা বাশারের, ‘আমার মনে হয় এই অনুশীলন ম্যাচ যদি জিততে পারি সেটা আমাদের বিশ্বকাপের মূল ম্যাচগুলোতে কাজে লাগবে। সবাই ভালো আছে, সবাই ফিট আছে।’

Exit mobile version