প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করলো পাকিস্তান

সেঞ্চুরির পর সিয়াম আইয়ুব

দক্ষিণ আফ্রিকার সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক দলকে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তান। রবিবার রাতে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে দক্ষিণ আফ্রিকাকে ৩৬ রানে হারিয়েছে পাকিস্তান। সফরকারীদের এ জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন তরুণ ওপেনার সাইম আইয়ুব। আর বল হাতে সুফিয়ান মুকিম। আইয়ুব করেছেন সেঞ্চুরি। আর মুকিম চার উইকেট শিকার করেছেন।

সিয়াম আইয়ুবের সেঞ্চুরিতে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রান করে। জবাবে ৪২ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৭১ রান করে সব উইকেট হারায়। বৃষ্টির কারণে ম্যাচটি ৪৭ ওভারে কমিয়ে আনা হয়েছিল।

বছরটা খুব খারাপ গেল দক্ষিণ আফ্রিকার। এই হারের ফলে এ বছর তিনটি ওয়ানডে সিরিজে মাত্র একটিতে জয় পেয়েছে। এর আগে তারা শারজায় অনুষ্ঠিত সিরিজে আফগানিস্তানের কাছে হারে। এছাড়া দেশের মাটিতে এবারই তারা প্রথমবার হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবলো।

এদিকে এ জয়ের মাঝ দিয়ে এ বছর পাকিস্তান পাঁচটি ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল। এর আগে তারা নিউজিল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়েকে হারিয়েছে।

পাকিস্তানের তরুণ ওপেনার সাইম আইয়ুব দারুণ একটা সিরিজ পার করলেন। গতকালের ম্যাচে ১০১ রান করেন তিনি। আগেও একটা সেঞ্চুরি করেছেন। সাবেক অধিনায়ক বাবর আজমের সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন তিনি। তারপর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তার চমৎকার জুটি পাকিস্তানকে ভালো একটি ভিত গড়ে দেয়। আইয়ুবের সেঞ্চুরির পাশাপাশি বাবর আজম (৫২) ও মোহাম্মদ রিজওয়ান (৫৩) হাফ সেঞ্চুরি করেন। সালমান আগা ৪৮ ও তায়েব তাহিরের সংগ্রহ ছিল ২৮ রান।

জবাবে ব্যাট হাতে নেমে হেনরিখ ক্লাসেন ছাড়া প্রোটিয়া আর কোনো ব্যাটার ভালো করতে পারেননি। ক্লাসেন ৮১ রান করেন। এছাড়া রাশি ফন ডার সারের ৩৫ ও করবিনের ৪০ রান ছিল উল্লেখযোগ্য।

পাকিস্তানের হয়ে অভিষেক হওয়া সুফিয়ান মুকিম প্রথম ম্যাচেই নিজেকে রাঙিয়েছেন। ৪ উইকেট তার। এছাড়া শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৩০৮/৯ (৪৭ ওভার)। (সাইম আইয়ুব ১০১, বাবর আজম ৫২, মোহাম্মদ রিজওয়ান ৫৩, সালমান আগা ৪৮; কাগিসো রাবাদা ৩/৫৬, মার্কো ইয়ানসেন ২/৫৮, ফর্টুইন ২/৫৬)।
দক্ষিণ আফ্রিকা: ২৭১/১০ (৪২ ওভার)। (ক্লাসেন ৮১, করবিন ৪০, ডুসেন ৩৫; মুকিম ৪/৫২, আফ্রিদি ২/৭০, নাসিম শাহ ২/৬৩)।
ফল: পাকিস্তান ৩৬ রানে জয়ী (ডিএলএস মেথড)।

Exit mobile version