কলকাতার ইডেন গার্ডেন্সে হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শুরুতে ব্যাটিং করে প্রোটিয়াদের ৩২৭ রানের টার্গেট দিয়েছে তারা।
ম্যাচের ৫.৫ ওভারে দলীয় ৬২ রানে ওপেনার রোহিত শর্মার ৪০ রানের ইনিংস থামলে মাঠে নামেন ভারতের ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি। এরপর দলীয় ৯৩ রানে আরেক ওপেনার শুবমান গিল সাজঘরে ফিরলে শ্রেয়াস আইয়ারকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি বিশ্বকাপে ১৩৪ রানের সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েন কোহলি। ৮৭ বলে ৭৭ রান করে শ্রেয়াস আউট হলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজের কাছেই রেখেছেন বার্থডে বয়। করেছেন ওয়ানডেতে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি। এছাড়াও এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় সেঞ্চুরি।
দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট পেয়েছেন নিগিদি,জানসেন,রাবাদা,মহারাজ এবং শামসি। সূর্যকুমারের ২২ এবং জাদেজার ২৯ রানে ভর করে শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ভারতের ইনিংস থামে ৩২৬ রানে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














