শারজাতে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে আফগানিস্তান। গতকাল সোমবার তারা লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৮ রানে হারিয়েছে।
প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৪ উইকেট হারিয়ে ১৮৮ রান করে। জবাবে সংযুক্ত আরব আমিরাত ৮ উইকেট হারিয়ে ১৫০ রান করে।
সিরিজের তৃতীয় দল পাকিস্তান। তিনটি দলই এরই মধ্যে দুটো করে ম্যাচ খেলেছে। দুই ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পাকিস্তান। দুই ম্যাচের একটিতে জয় নিয়ে আফগানিস্তান দ্বিতীয় স্থানে। সংযুক্ত আরব আমিরারেত ভান্ডার এখনো শূণ্য।
লিগ পর্বে সবগুলো দলই চারটি করে ম্যাচ খেলবে। একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। সেই ধারাবাহিকতায় আজ আবার পাকিস্তান ও আফগানিস্তান মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।
গতকালের ম্যাচে ব্যাট হাতে আগুন ঝড়িয়েছেন আফগানিস্তানের দুই ব্যাটার সেদিকুল্লাহ অতল ও ইব্রাহিম জাদরান। দ্বিতীয় উইকেটে তারা ৮৪ রানের জুটি গড়েন মাত্র ৯.১ ওভারে। ৪০ বলে অতল করেন ৫৪ রান। সমান সংখ্যক বল খেলে স্কোরশিটে ৬৩ রান জমা করেন জাদরান।
জবাবে আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম অসাধারণ ব্যাটিং করলেও সতীর্থরা তাকে যোগ্য সহচর্য দিতে ব্যর্থ হয়েছেন। এই ওপেনার আফগান বোলারদের ওপর স্টিম রোলার চালিয়ে মাত্র ৩৭ বলে ৬৭ রান করেন। ছয়টি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে। এছাড়া ৩৫ বলে রাহুল চোপড়ার ৫২ রান ছিল উল্লেখযোগ্য। তবে শেষ দিকের ব্যাটারদের ব্যর্থতায় আরব আমিরাত লড়াইটা তীব্র করতে পারেনি।
