অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জমজমাট ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। তবে হাইভোল্টেজ ম্যাচে ব্যাট হাতে নিজেদের সেরাটা খেলতে পারেনি বাংলাদেশের যুবারা। রোববার দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ফাইনালে ভারতকে ১৯৯ রানের টার্গেট নিয়েছে বাংলাদেশ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৭ রানের মাথায় ওপেনার কামাল সিদ্দিকী ব্যক্তিগত ১ রানে যুধাজিত গুহর বলে বোল্ড হয়ে বিদায় নেন। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম ওপেনার জাওয়াদ আবরারের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে দেয়ার চেষ্টা করেন। ভালো শুরুর পর দলীয় ৪১ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশের যুবারা।
ওপেনার জাওয়াদ ২০ রান করে চেতন শর্মার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। অধিনায়ক তামিম দলীয় ৬৬ রানের মাথায় ১৬ রান করে বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশের যুবারা। চতুর্থ উইকটে শিহাব জেমসকে সঙ্গে নিয়ে শক্ত জুটি গড়েন রিজওয়ান।
কিন্তু দলীয় ১২৮ রানে চতুর্থ উইকেট হারায় তারা। ৬৭ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় ৪৯ দলের পক্ষে ৪০ রান করে ফেরেন তিনি। এরপর থেকে দ্রতই উইকেট হারায়। দেবাশীষ ১, রিজান হোসেন ৬৫ বলে তিন বাউন্ডারিতে ৪৭ রান করে বিদায় নেন।
দলীয় ১৩২ রানে ৫ উইকেটে হারিয়ে আরও বিপদে পড়ে বাংলাদেশ। শেষ দিকে ফরিদ হোসেন ছাড়া আর কেউ সুবিধা করতে পারেনি। সামিউন বাসির ৪, আল ফরিদ ১ রান করে বিদায় নিলে ফরিদ ফিরে যান ব্যক্তিগত ৩৯ রানে। ১৬৭ রানে ৮ উইকেটে হারায়। শেষ দিকে মারুফ মৃধার ১১ রান ছাড়া আর কেউ রান পাননি।
ফলে ৪৯.১ ওভারে ১৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
বল হাতে ভারতের পক্ষে হার্দিক রাজ, চেতন শর্মা ও যুধাজিত গুহ দুটি করে উইকেট নেন। এর আগে ভারতীয় অধিনায়ক মোহাম্মেদ আমান টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।