ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে বিজয়ী হবে যে দল?

এশিয়া কাপ ২০২৩

চলতি এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচেই বাগড়া দিয়েছে বৃষ্টি। আজকেও সেই দিকে গড়াতে পারে শ্রীলঙ্কার আবহাওয়া।  আজকের ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ৮০ থেকে ৯০ শতাংশ বৃষ্টি হতে পারে। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হবে। সেসময় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টাও বৃষ্টি হবে। তবে রাতে বৃষ্টির প্রকোপ কমতে পারে।

লঙ্কান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ১টা থেকে কলম্বোয় বৃষ্টি শুরু হয়ে সন্ধ্যা সাতটা অবধি চলতে পারে। ফলে কখন মাঠে খেলা গড়াবে তা এখনো নিশ্চিত না। যদি তাই হয়, তবে দুই দলকেই ২০ ওভার করে খেলতে হবে।

আর তা না হলে ফাইনালি লড়াই যাবে সোমবার (১৮ সেপ্টেম্বর) রিজার্ভ ডে’তে। ওই দিনও বৃষ্টিতে খেলা শেষ না হলে উভয় দলকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

Exit mobile version