ফাইনাল লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শারজায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজ ১-১ এ সমতা থাকায় ম্যাচটি হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন কুচকির চোটের কারণে এ ম্যাচে খেলতে পারছেন না। ফলে দায়িত্ব পড়েছে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাঁধে, যিনি টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ দলে এসেছে দুইটি পরিবর্তন। চোটগ্রস্ত নাজমুলের পরিবর্তে সুযোগ পেয়েছেন জাকির হাসান। এছাড়া পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং তাঁর জায়গায় ওয়ানডেতে অভিষেক হচ্ছে তরুণ ফাস্ট বোলার নাহিদ রানার। মিরাজের নেতৃত্বে মাঠে নামা দলটি প্রতিপক্ষের বিপক্ষে দৃঢ় প্রতিদ্বন্দ্বিতার আশা করছে।

বাংলাদেশের একাদশে রয়েছেন সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, উইকেটকিপার জাকের আলী, নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ফিরে আসে দৃঢ়ভাবে এবং জয়ের মাধ্যমে সিরিজ সমতায় ফেরায়।

এখন তৃতীয় ম্যাচে জয়ী দলই হবে সিরিজের শিরোপাধারী। দুদলই মরিয়া সিরিজ জয়ের জন্য, যেখানে বাংলাদেশে ব্যাটিংয়ে দৃঢ়তার পাশাপাশি বোলারদেরও দায়িত্ব নিতে হবে। মিরাজের নেতৃত্বে নতুনভাবে মাঠে নামা দলটি আজ লড়াইয়ের মাধ্যমে জয় তুলে এনে সিরিজ নিজেদের করে নিতে চায়। শারজার গরম আবহাওয়ার মাঝে মাঠে নেমে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবে কি বাংলাদেশ, সেটিই এখন দেখার অপেক্ষা।

Exit mobile version