টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের ‘ ফাইনাল ’ প্রস্তুতি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের ‘ ফাইনাল ’ প্রস্তুতি

চট্টগ্রামের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটা যেন বাংলাদেশের জন্য একটি প্র্যাকটিস ফাইনাল । আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের শেষ লড়াইয়ে ১-১ সমতা থাকায় জয়টাই টাইগারদের মূল লক্ষ্য। সিরিজ শেষ করার আগে বাংলাদেশ চেষ্টা করবে আত্মবিশ্বাস ধরে রাখার, যাতে বিশ্বকাপে আরও শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করা যায়।

বোলিং কোচ শন টেইট সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের কাজকে জটিল করার কোনো প্রয়োজন নেই। শুধু ভালো ক্রিকেট খেলতে হবে এবং জয় নিশ্চিত করতে হবে। প্রতিটি জয় আমাদের আত্মবিশ্বাসকে আরও মজবুত করে।’ তিনি আরও যোগ করেন, ‘গত ম্যাচের জয়ের বিশ্বাসকে আগামীকের ম্যাচে বহন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জয় দিয়ে বিরতিতে যাওয়াই সেরা পথ।’

টাইগাররা টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে অর্থাৎ ৭ই ফেব্রিয়ারি মাঠে নামবে। বিশ্বকাপ আসরের শুরুর দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপরে একদিন বিরতির পরে অর্থাৎ ৯ ফেব্রিয়ারি ইতালির মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর গ্রুপপর্বে ইংল্যান্ড এবং নেপালের সঙ্গে খেলবে দল, যা তাদের বিশ্বকাপে আগের পর্বে ওঠার পথকে নির্ধারণ করবে।

শেষ পর্যন্ত, এই চট্টগ্রামের ম্যাচ শুধু সিরিজ শেষ নয়, বরং টাইগারদের বিশ্বকাপ যাত্রার আত্মবিশ্বাস ও রণকৌশল যাচাইয়ের মঞ্চ। জয় দিয়ে মাঠ ছাড়লেই দলের মনোবল ঠিকঠাক থাকবে, যা আগামী ফেব্রুয়ারির মঞ্চে বাংলাদেশের পারফরম্যান্সকে আরও শক্তিশালী করবে।

Exit mobile version