দীর্ঘদিন আইপিএলের অন্যতম পরিচিত মুখ ফাফ ডু প্লেসির বড় সিদ্ধান্ত । দক্ষিণ আফ্রিকার এই সাবেক অধিনায়ক জানিয়ে দিলেন, আগামী মৌসুমে তিনি আর আইপিএলে থাকছেন না। বরং বেছে নিয়েছেন পাকিস্তান সুপার লিগকে। দুই লিগ একই সময়ে মাঠে গড়ালেও ফাফ এবার নতুন চ্যালেঞ্জের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন,
“এ বছর আমি এক নতুন চ্যালেঞ্জ বেছে নিয়েছি। সেটা হচ্পিছে এসএলের পরের আসর। নতুন পরিবেশ, নতুন প্রতিভা আর দারুণ এনার্জিতে ভরপুর এই লিগে খেলতে আমি সত্যিই মুখিয়ে আছি।”
২০১২ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে যাত্রা শুরু হয় ফাফের। সিএসকের জার্সিতে ২০১৮ ও ২০২১ সালে দুটি শিরোপা জয় করেন তিনি। পরে আরসিবির নেতৃত্ব দেন ২০২২ মৌসুমে। আর সবশেষ ২০২৫ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও ব্যাট হাতে ছিলেন না খুব একটা উজ্জ্বল।
এদিকে পিএসএল এখন পুরোপুরি পাকিস্তানেই আয়োজিত হয়। আগে নিরপেক্ষ ভেন্যুতে হলেও সাম্প্রতিক বছরগুলোয় নিজেদের মাঠেই ধারাবাহিকতা ফিরেছে লিগটির। কোয়েটা গ্লাডিয়েটরস ও পেশোয়ার জালমির হয়ে আগেই খেলেছেন ফাফ। এবার জানিয়ে দিলেন ২০২৬ আসরে নতুন উদ্যমে ফিরছেন তিনি।
যেখানে বেশিরভাগ তারকার প্রথম পছন্দ আইপিএলই হয়, সেখানে ফাফের এই সরে দাঁড়ানো পিএসএলের মান ও আকর্ষণ আরও বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।
