ফারজানার সেঞ্চুরিতে বাংলাদেশের ২২২

বাংলাদেশের নারী ক্রিকেট

বাংলাদেশের নারী ক্রিকেটে সেঞ্চুরি- খুবই বিরল। ২০২৩ সালের আগে টাইগ্রেসদের কোনো সেঞ্চুরি ছিল না। এ বছরের জুলাইয়ে ফারজানা হক বাংলাদেশের নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরি উপহার দেন। সেই ফারজানার হাত ধরে বাংলাদেশ দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এই ওপেনার সেঞ্চুরি করেছে। তার করা তিন অঙ্কের এই যাদুকরী রানের সুবাদে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ২২২ রান করেছে। ১০২ রান করেন ফারজানা।

তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে। পচেফস্ট্রুমে দ্বিতীয় ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজ নিশ্চিত করতে প্রতিপক্ষের আমন্ত্রণে প্রথমে ব্যাটিংয়ে নাম বাংলাদেশ। শুরুটা ছিল দারুণ।

দুই ওপেনার ফারজানা হক ও শামীমা সুলতানা স্বাগতিক বোলারদের হতাশা উপহার দিয়ে রানের চাকা ঘুরিয়েছেন। দলীয় ৪৮ রানে যখন প্রথম উইকেটের পতন হয় তখন শামীমার রান ২৮।

এ সময়ে মূলত বাংলাদেশের ওপর দিয়ে ছোট্ট এক ঝড় বইয়ে যায়। সেই ঝড়ে শামীমার পাশাপাশি মুর্শিদা খাতুনের উইকেটও উড়ে যায়।

নতুন ব্যাটার অধিনায়ক নিগার সুলতানা যে খুব বেশি অবদান রাখতে পেরেছেন তা নয়, তবে দীর্ঘক্ষণ ফারজানা হককে সঙ্গ দিয়েছেন। ৩৩ বলে ১৩ রান করেছেন তিনি।

বাংলাদেশের বড় জুটি হয় চতুর্থ উইকেটে। ফাহিমা খাতুন ও ফারজানা হক এ জুটিতে দলকে ৯৩ রান এনে দেন। দারুণ একটা ইনিংস খেলেছেন ফাহিমা খাতুন। ৪৮ বলে করেছে ৪৬ রান। সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটিং তার। তিনটি মাত্র বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।

ফারজানা হক তার অসাধারণ ইনিংসটি খেলেছেন ১৬৭ বলে। ১১টি বাউন্ডারি তার ইনিংসে। অল্পের জন্য ব্যাটিং থ্রু দ্য ইনিংস ব্যাট করতে পারেননি তিনি। ৪৯.২ ওভারে আউট হন এই ওপেনার। ফারজানা তার প্রথম সেঞ্চুরিটি করেছিলেন ভারতের বিপক্ষে। মিরপুরে ভারতের বিপক্ষে খেলা তার সেই সেঞ্চুরিটি ছিল ১০৭ রানের।

Exit mobile version