ফার্গুসনের হ্যাটট্রিকে জয় নিউজিল্যান্ডের

বল হাতে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছিল শ্রীলঙ্কার বোলাররা। কিন্তু ব্যাট হাতে তাদের সঙ্গে তাল মেলাতে পারেনি ব্যাটাররা। ফলে নিউজিল্যান্ডকে মাত্র ১০৮ রানে আটকে দিয়েও জয়ের দেখা পায়নি স্বাগতিক শ্রীলঙ্কা। লকি ফার্গুসনের হ্যাটট্রিকে ১০৩ রানে অল আউট হয়ে ৫ রানে হেরেছে তারা। এর ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ এ সমতায় শেষ হয়েছে।

ম্যাচে ছিল উইকেট পতনের ছড়াছড়ি। নিউজিল্যান্ডও অল আউট হয়েছে। শুরু থেকে তারাও উইকেট হারাতে থাকে একের পর এক। ব্যতিক্রম ছিলেন ওপেনার উইল ইয়ং। ৩২ বলে ৩০ রান করা এ ওপেনার এক প্রান্ত দাঁড়িয়ে দেখেছেন পাঁচ সতীর্থের আসা যাওয়া। তাদের কেউ ব্যক্তিগত রানকে দুই অংকে নিতে পারেননি। ফলে স্কোরবোর্ডে মাত্র ৪৫ রান উঠতে এই পাঁচ উইকেটের পতন হয় তাদের।

শ্রীলঙ্কার দুই বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিসা পাথিরানা বল হাতে দলকে নেতৃত্ব দেন। হাসারাঙ্গা ১৭ রানে ৪ উইকেট শিকার করেন। আর পাথিরানা ১১ রানে নেন ৩ উইকেট।

জবাবে পাথুম নিসাঙ্কা একাই লড়েছেন। ৫১ বলে ৫২ রান করেও হতাশায় ডুবতে হয়েছে তাকে। তিনিও সতীর্থদের সহায়তা পাননি। শ্রীলঙ্কার সাত ব্যাটার দুই অঙ্কের দেখা পাননি।

নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ও গ্লেন ফিলিপস অসাধারন বোলিং করেছেন। হ্যাটট্রিকম্যান ফার্গুসন ৭ রানে নিয়েছেন ৩ উইকেট। সমান সংখ্যক উইকেট নিতে ফিলিপস খরচ করেছেন ৬ রান। লকি ফার্গুসন ম্যাচ সেরা হয়েছেন। আর সিরিজ সেরা ওয়ানিন্দু হাসারাঙ্গা।

Exit mobile version