ফিক্সিং ঠেকাতে বিসিবির নতুন পদক্ষেপ!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি ফিক্সিং অভিযোগের ঘটনায় ধারাবাহিক তদন্তে নেমেছে। বিপিএলের সাম্প্রতিক আসরে এই অভিযোগ ওঠার পর প্রথমে একটি স্বাধীন তদন্ত কমিটি কাজ শুরু করে। তাদের জমা দেওয়া প্রাথমিক প্রতিবেদন পর্যালোচনা করে চলতি মাসের শুরুতে বোর্ড আরেকটি নতুন কমিটি গঠন করেছে।

খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়েও সুপারিশ এসেছে। জানা গেছে, কয়েকজন ক্রিকেটারকে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি প্রতিযোগিতায় না খেলতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে কার বিরুদ্ধে কতটা প্রমাণ আছে এবং শাস্তির মাত্রা কী হতে পারে, সেটি নির্ধারণের জন্যই নতুন কমিটি গঠন করেছে বিসিবি।

সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন,
‘আমরা একটি তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি। সেখানে একজন বিচারপতি, একজন ব্যারিস্টার ও একজন সাবেক ক্রিকেটার ছিলেন। তারা যে সারসংক্ষেপ দিয়েছেন, তাতে এমন কিছু বিষয় উঠে এসেছে যা আমাদের উদ্বিগ্ন করেছে। সঠিক বাস্তবায়নের জন্য আমরা বিশেষজ্ঞদের নিয়ে আরেকটি কমিটি করেছি। খুব শিগগিরই আপনারা বিস্তারিত জানতে পারবেন।’

তিনি আরও বলেন,
‘সন্দেহ নয়, কেবল দৃঢ় প্রমাণের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। আমি নিজেও এ বিষয়ে বিশেষজ্ঞ নই। তাই কমিটির রিপোর্টের অপেক্ষায় আছি। সেই রিপোর্ট হাতে পেলেই আমরা অ্যাকশন নেব।’

বুলবুল শেষদিকে যোগ করেন,
‘আমাদের হাতে কিছু প্রমাণ, কিছু অনুসন্ধান রিপোর্ট রয়েছে। তবে পদক্ষেপ নিতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে চলা জরুরি। এই প্রক্রিয়ায় কোনো ধরনের ভুল করার সুযোগ নেই।’

Exit mobile version