ফিরলেন অশ্বিন, আছেন বিশ্বকাপ ভাবনায়ও

রবিচন্দ অশ্বিন

এশিয়া কাপে বাংলাদেশ ছাড়া সবার সাথেই জয় পেয়েছে ভারত। স্পিনাররাও খেলেছে বেশ ভালোই। বিশ্বকাপের দলে এই স্পিন অ্যাটাককেই কাজে লাগাতে পারে দলটি। তবে অধিনায়ক রোহিত শর্মা আরো একটু পরীক্ষা নিরীক্ষা করতে চান। রবিচন্দ্রন অশ্বিনের শক্তিমত্তাটা দেখে নিতে চান। তাই দীর্ঘ ২০ মাস পর দলে ডাক পেলেন অশ্বিন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ডাক পেয়েছেন অশ্বিন। এই সিরিজকে সামনে রেখে গতকালই দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে সর্বশেষ ওয়ানডে খেলেছেন অশ্বিন। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপ খেললেও গত আসরে ছিলেন না তিনি। 

অশ্বিনকে নিয়ে প্রশ্ন করায় রোহিত শর্মা বলেন, ‘অশ্বিন একটানা টেস্ট খেলে চলেছে। জেনে নিয়েছি ফিটনেসের দিক থেকে ও কোন জায়গায় আছে। এমন নয় যে ও ক্রিকেটই খেলেনি অনেক দিন। এই ফরম্যাটে হয়তো অনেক দিন নামেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে সুযোগ রয়েছে অশ্বিনকে আরও এক বার দেখে নেওয়ার।’

এদিকে এশিয়া কাপে জয় মনোবল বাড়িয়েছে রোহিতদের। তবে আরো একবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চাইছেন ভারতীয় ক্রিকেট দল।

Exit mobile version