ফিল্ডিংয়ে দুর্বল, তবু ফাইনালে ভারত

ভারত

এশিয়া কাপের মাঠে ক্যাচ ধরার প্রতিযোগিতা নয়, বরং ক্যাচ মিস করার তালিকাতেই সবচেয়ে এগিয়ে আছে ভারত। সুপার ফোরে একের পর এক সহজ সুযোগ হাতছাড়া করেও সূর্যকুমার যাদবের দল নিশ্চিত করেছে ফাইনালের টিকিট।

বাংলাদেশের বিপক্ষে গতকাল ভারতীয় ফিল্ডাররা ছেড়েছেন পাঁচটি ক্যাচ। সাইফ হাসান একাই পেয়েছেন চারবার জীবন, খেলেছেন ৬৯ রানের ইনিংস। টি–টোয়েন্টি ইতিহাসে কোনো এক ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি ক্যাচ মিসের এই নজির ভারতেরই। এর আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও ফিফটি করা শাহিবজাদা ফারহানকে দুবার জীবন দিয়েছিল তারা। সবচেয়ে বেশি হতাশ হয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী—তাঁর বলে চারটি ক্যাচ ফসকেছে সতীর্থদের হাত থেকে।

পুরো টুর্নামেন্টে ভারতের ক্যাচ মিসের সংখ্যা দাঁড়িয়েছে ১২, যা দ্বিতীয় স্থানে থাকা হংকংয়ের (১১) চেয়েও বেশি। ৮ ক্যাচ মিস করে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে, শ্রীলঙ্কা চতুর্থ (৬)। অথচ ফিল্ডিং নিয়ে প্রায়ই বিদ্রুপের শিকার পাকিস্তান এবারে ছেড়েছে মাত্র ৩টি ক্যাচ। সবচেয়ে কম ক্যাচ মিস করেছে সংযুক্ত আরব আমিরাত—মাত্র ২টি।

শতকরা হারে সেরা দলও পাকিস্তান—তাদের ক্যাচ ধরার সাফল্যের হার ৮৬.৩ শতাংশ। ভারত সবচেয়ে পিছিয়ে, মাত্র ৬৭.৫ শতাংশ। বাংলাদেশের হার ৭৪.১ শতাংশ।

এত ক্যাচ মিসের পেছনে কারণ হিসেবে ধরা হচ্ছে আরব আমিরাতের ফ্লাডলাইট ব্যবস্থা। এখানকার স্টেডিয়ামে ব্যবহৃত হচ্ছে ‘রিং অব ফায়ার’ ডিজাইনের আলো, যা ফুটবলে বহুল প্রচলিত হলেও ক্রিকেটে নতুন। আলো সরাসরি ফিল্ডারের চোখে এসে লাগায় দ্রুতগতির সাদা বল ধরা হয়ে ওঠে কঠিন।

বাংলাদেশের বিপক্ষে জয়ের পর বরুণ চক্রবর্তীও দায় চাপালেন এই ফ্লাডলাইটের ওপর, ‘আমার মনে হয়েছে রিং অব ফায়ারের আলো ধরা কঠিন করে তুলছে। তবে এটা কোনো অজুহাত হতে পারে না। আমাদের অবশ্যই মানিয়ে নিতে হবে। ফাইনালে পৌঁছেছি, কিন্তু এখন আর এমন ভুলের সুযোগ নেই।’

Exit mobile version