ফুরফুরে মেজাজে চেন্নাইতে সাকিব-মিরাজরা

সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ

ভারতে চলমান বিশ্বকাপে শুরুটা দারুণ করেছিলো বাংলাদেশ। ধর্মশালায় আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে ছয় উইকেটের জয় পেয়েছিলো সাকিবের দল। সেদিন বল হাতে তিন উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে ৭৩ বলে ৫৭ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ।

বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজেও সেদিন ছিলেন দারুণ ছন্দে। বল হাতে ৩.৮ ইকোনোমিতে নিয়েছেন তিন উইকেট। পাশাপাশি করেছেন গুরুত্বপূর্ণ ১৪ রান। তবে সেই ধর্মশালাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি লাল-সবুজের প্রতিনিধিরা। সাকিব দলের হয়ে এক উইকেট নিয়ে সবচেয়ে ইকোনোমিক্যাল বোলার হলেও মিরাজ ছিলেন সবচেয়ে খরুচে। ইংল্যান্ডের দেয়া ৩৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুইজনের কেউই গত ম্যাচের ছন্দ ধরে রাখতে পারেননি। সাকিব এক রান করে আউট হয়ে যাওয়ার পর মিরাজের ইনিংস থামে আট রানে। বাংলাদেশের এই দুই তারকা অলরাউন্ডারের ব্যর্থতা দারুণ ভুগিয়েছে দলকে। ইংলিশ লায়নদের কাছে বাংলার টাইগাররা শেষ পর্যন্ত হেরেছে ১৩৭ রানে।

বাংলাদেশের পরবর্তী পরীক্ষা ১৩ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে। উদ্বোধনী ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে গত দুই আসরের ফাইনালিস্টরা। হায়দরাবাদে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইরা নেদারল্যান্ডসকে হারিয়েছে হেসে-খেলেই।

প্রতিপক্ষ কঠিন হলেও এনিয়ে খুব একটা দুশ্চিন্তায় নেই লাল-সবুজের প্রতিনিধিরা। এর প্রমাণ মিলেছে বাংলাদেশ ক্রিকেটের অফিশিয়াল ফেসবুক পেইজে। আজ দুপুরে সেখানে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের দুইটি ছবি পোষ্ট করা হয়েছে। প্রথম ছবিতে দেখা যায় গভীর মনোযোগ দিয়ে দাবা খেলছেন সাকিব ও মিরাজ। অন্য ছবিটিতে নিজের চাল দিচ্ছেন সাকিব। ছবিটিতে ক্যাপশন দেয়া আছে, “চেন্নাইয়ের ফ্লাইটে দাবা খেলায় অধিনায়কের দেয়া চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মেহেদী হাসান মিরাজ”।

দাবার ম্যাচে দুই সতীর্থের লড়াইয়ে কে জিতেছে তা জানা যায়নি, তবে নিউজিল্যান্ডের ম্যাচে দেশের জার্সিতে দুই তারকার মুখেই জয়ের হাসি দেখতে মুখিয়ে আছে কোটি সমর্থক।

Exit mobile version