আইএফআইসি ব্যাংক বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড’-এর কাছে বকেয়া ঋণের টাকা আদায়ের জন্য আইনি নোটিশ পাঠিয়েছে। ব্যাংকটির বনানী শাখা থেকে গত ৩১ সেপ্টেম্বর একটি দৈনিক পত্রিকার মাধ্যমে এই নোটিশটি প্রকাশ করা হয়। আইনি নোটিশ অনুযায়ী, প্রতিষ্ঠানটির কাছে বকেয়া মোট ৪ কোটি ১৪ লাখ টাকা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয় যে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে সাকিবের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাকিব আল হাসান ‘সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, যা সাতক্ষীরায় অবস্থিত।
২০১৭ সালে প্রতিষ্ঠানটি আইএফআইসি ব্যাংক থেকে ১ কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ এবং ১.৫ কোটি টাকা টার্ম লোন নেয়। কিন্তু সময়মতো ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ব্যাংক সেটিকে টার্ম লোনে রূপান্তর করে। ঋণ পরিশোধের জন্য একাধিকবার নোটিশ পাঠানোর পর, গত ৪ সেপ্টেম্বর কোম্পানির পক্ষ থেকে ব্যাংকে দুইটি চেক প্রদান করা হয়। তবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকগুলো প্রত্যাখ্যাত হয়।
জানা যায়, ২০১৬ সালে সাতক্ষীরার শ্যামনগরের ডাটিনাখালী এলাকায় সাকিব আল হাসান এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তবে ২০২১ সাল থেকে প্রতিষ্ঠানটি কার্যক্রমে নিষ্ক্রিয় রয়েছে। আইএফআইসি ব্যাংক জানিয়েছে, সুদ ও আসল মিলিয়ে বর্তমানে প্রতিষ্ঠানের মোট বকেয়া ৪ কোটি ১৪ লাখ টাকা।