বক্সিং ডে টেস্টে ১৮৪ রানে হারলো ভারত

বক্সিং ডে টেস্টের শেষ দিনে রেকর্ড পরিমাণ দর্শক উপস্থিত হয়েছিলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। স্বাগতিক দল তাদের হতাশ করেনি। ভারতকে ১৮৪ রানে হারিয়ে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজে চতুর্থ ম্যাচ জয়ের মাঝ দিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেল। একই সঙ্গে সিরিজ না হারার বিষয়টি চূড়ান্ত হয়েছে তাদের।

ম্যাচের শেষ দিনের শেষ সময়ে হঠাৎ করে ভারতের ব্যাটিং লাইন ভেঙ্গে পড়ে। ফলে ড্র’র যে একটা স্বপ্ন ছিল তাদের তা ভেঙ্গে খান খান হয়ে যায়। ৩৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৫৫ রানে অল আউট হয় তারা। মাত্র ৩৪ রানে শেষ ৭ উইকেটের পতন হয় ভারতের।

চতুর্থ ইনিংসে ভারতের মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন। জয়সাল ও ঋষভ পন্ত। মূলত এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ভারত স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত জয়সাল আশার প্রতীক হতে পারেননি। প্রথম ইনিংসে ৮২ রান করা এই ওপেনার এবার ৮৪ রান করেছেন। আর পন্ত করে ৩০ রান। প্রথম ইনিংসে তিনি ২৮ রান করেছিলেন।

ভারত ৩৩ রানে ৩ উইকেট হারানোর পর জয়সাল ও পন্থ চতুর্থ উইকেটে ৮৮ রানের জুটি গড়েন। ট্রাভিস হেডের বলে পন্থ ক্যাচ দেন মার্শের হাতে। এরপরই হুড়মুড় করে ভেঙ্গে পড়ে ভারতের ইনিংস। রবীন্দ্র জাদেজা (২), নিতিশ কুমার রেড্ডি (১), ওয়াশিংটন সুন্দর (৫*), আকাশ দ্বীপ (৭), জসপ্রিত বুমরাহ (০) ও মোহাম্মদ সিরাজ (০) রান করেন।

অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড উভয়ে তিনটি করে উইকেট নেন। মোট ৬ উইকেট নিয়ে প্যাট কামিন্স ম্যাচ সেরা হয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪৭৪ ও ২৩৪।
ভারত: ৩৬৯ ও ১৫৫।
ফল: অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: প্যাট কামিন্স।

Exit mobile version