বাংলাদেশ ক্রিকেট দলের পেস ইউনিটের নেতা ধরা হয় মোস্তাফিজুর রহমানকে। জাতীয় দল ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ তিনি খেলছেন নিয়মিতই। ফ্র্যাঞ্চাইজি লিগে শিরোপার স্বাদ নেয়া মোস্তাফিজ এখনো বাংলাদেশের হয়ে কোনো শিরোপা অর্জন করতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে দেয়া এক সাক্ষাৎকারে নিজের এই আক্ষেপের কথা জানালেন কাটার মাস্টার।
বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে সেখানেই অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে বিসিবির রেকর্ড করা ভিডিওতে নিজের বিশ্বকাপ প্রত্যাশা নিয়ে কথা বলেছেন মোস্তাফিজ।
সেখানে এই পেসার জানান, ‘দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয়। দেশের পতাকা যেখানে থাকে, সেখানে যে কারোরই খেলতে পারা ভালো লাগবেই স্বাভাবিক। আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা। আরও ভালো লাগার বিষয় হলো টি-টোয়েন্টি। কারণ এই ফরম্যাটটা বেশ প্রেশারের, এই কারণে ভালো লাগে আমার। প্রেশারটা অনেক এনজয় করি।’
দলের হয়ে এখনো কোনো ট্রফি না জেতা মোস্তাফিজ জানিয়েছেন নিজের আক্ষেপ। তিনি বলেন, ‘যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জিতে, তাকেই বড় প্লেয়ার বলা হয়। সেই আক্ষেপ তো সব সময়ই রয়ে গেছে। ভালো করার শেষ নেই, চেষ্টা করব পেছনে (অতীতে) যা করছি, তার চেয়েও যেন আরও ভালো করতে পারি। আমরা কোনো বিষয়ে আটকে গেলে সাকিব ভাই–রিয়াদ ভাইদের কাছ থেকে জেনে সিদ্ধান্ত নিতে পারব।’