বড় দায়িত্ব নিয়ে জাতীয় দলে ফিরছেন তামিম

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সরকার পরিবর্তনের ফলে পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের সব ক্ষেত্রেই।

বিসিবি থেকে রাজত্ব হারিয়েছেন নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসান। এই অবস্থায় নতুন স্বপ্ন নিয়ে জাতীয় দলে ফিরছেন চট্টলার ছেলে ওপেনার তামিম ইকবাল। ইতিমধ্যে বিসিবির কাছে চেয়েছেন প্রস্তুতির জন্য ট্রেইনারও।

তামিম ইকবাল খান। ক্রিকেট ক্যারিয়ারের বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান যেমন তিনি, ঠিক তেমনি তার জাতীয় দলে ফেরা না ফেরার নাটকীয়তাও দীর্ঘ। কোচ আর ম্যানেজমেন্টের একটি অংশের সাথে দ্বন্দেই ছেড়েছিলেন ক্রিকেট।

আর এখন সেই বোর্ডে বড় পরিবর্তন আসার সম্ভাবনা আছে। আর সেই কারনেই হয়তো আবারো জাতীয় দলে ফিরছেন তামিম। বোর্ডের একটি সূত্রে জানায়, ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে ফিটনেস ট্রেনার চেয়েছেন তিনি। পুরো অনুশীলন সুবিধা চেয়েছেন তামিম।

তবে কবে থেকে ফিটনেস নিয়ে কাজ শুরু করবেন, তা জানা যায়নি। এর আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন ‘আগে সিদ্ধান্ত ছিল, বোর্ড সভাপতির সঙ্গে কথা বলবে। সেই সিদ্ধান্তের আলোকে আমরা কাজ শুরু করব। আমার মনে হয়, এখন অনেক কিছু বদলে গেছে। তামিম ইকবালের মতামতটা তার সঙ্গে কথা বলে জানার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই।’

গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। এরপর ওয়ানডে বিশ্বকাপে খেলার কথা থাকলেও, নাটকীয়ভাবে শেষ মুহূর্তে ছিটকে পড়েন তিনি। মাঝে প্রিমিয়ার লিগ ও বিপিএল দিয়ে মাঠে ফিরলেও জাতীয় দলের জার্সিতে আর নামা হয়নি এই বাঁহাতি ওপেনারের।

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। গুঞ্জন আছে, ওই টুর্নামেন্ট দিয়েই ফের জাতীয় দলে ফিরতে পারেন তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে নভেম্বরে জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখা যেতে পারে তামিম ইকবালকে।

সেই সাথে বিসিবির একটি সূত্র জানায়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলে নেতৃত্ব পেতে পারেন তামিম। যদিও যেটি নির্ভর করছে তামিমের ফেরা আর ফিটনেসের ওপর।

জাতীয় দলে না খেললেও চলতি বছর ফরচুন বরিশালের হয়ে বিপিএলে খেলেছেন তামিম। দলকে নেতৃত্ব দিয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপাও এনে দিয়েছেন তিনি।

Exit mobile version