নানা নাটকীয়তার পর গতকাল রাতে বেশ কিছু চমক দিয়ে আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের সেই দলটিতে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে সেই দলে জায়গা করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলে আছেন কিছুদিন ধরে আলোচনা-সমালোচনায় থাকা তানজিম হাসান সাকিবও।
এই সবকিছুর ভীড়ে আড়ালে রয়ে গেছে আরো একটি চমক। বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিবের ডেপুটি হিসেবে গত এক বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন লিটন দাস। সেই লিটনের পরিবর্তে বিশ্বকাপে লাল-সবুজদের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে সাকিবের অনুপস্থিতিতে গতকাল জাতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে শান্তর। এর আগে বিসিবি হাই পারফরম্যান্স দল, বাংলাদেশ ‘এ’ দল এবং ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের অভিষেকটা ব্যাট হাতে রাঙিয়েছেন শান্ত। করেছেন লড়াকু ৭৬ রান। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ওয়ানডেতে তিনিই এখন বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ ইনিংসের মালিক।
চোটের কারণে এশিয়া কাপের পুরো আসর খেলতে পারেননি শান্ত। তবে মাত্র দুইটি ম্যাচ খেলেই আলো কেড়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের ইনিংসের পর আফগানিস্তানের বিপক্ষে তাঁর ব্যাটে ছিলো ১০৪ রানের ইনিংস। এরপর চোটে পড়ে দেশে ফিরতে হয় তাকে। চোট কাটিয়ে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে ফেরেন শান্ত। তাও আবার অধিনায়ক হয়েই।