বড় স্কোরের স্বপ্ন দেখিয়েও ২৮৪ রানে থামলো আফগানিস্তান

৫৭ বলে ৮০ রান করে রান আউট হন গুরবাজ।

বিশ্বকাপে ইংল্যান্ডকে ২৮৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ও ইকরাম আলিখিলের হাফ সেঞ্চুরিতে ফাইটিং স্কোর গড়ে আফগানরা।

দিল্লিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা স্বপ্নের মতো হয় আফগানিস্তানের। রহমানুল্লাহ গুরবাজের ঝড়ো ব্যাটিং চিন্তায় ফেলে দেয় ইংল্যান্ডকে। পাওয়ার প্লে’র সুবিধা পুরোপুরি কাজে লাগিয়ে ৩৩ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। অন্যদিকে দেখেশুনে ব্যাট করছিলেন ইব্রাহিম জাদরান। ২৮ রানে জাদরান আউট হলে ওপেনিং জুটি ভাঙে ১১৪ রানে। এরপর ১২২ রানের মাথায় ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। রহমত শাহ ৩ রান করেছেন। আর ৫৭ বলে ৮০ রান করে আউট হয়েছেন গুরবাজ। ৮টি চার ও ৪টি ছয় ছিল তার ইনিংসে।


গুরবাজের আউটের পর রানের গতি কমে যায় আফগানিস্তানের। আজমতউল্লাহ ওমরজাই ও অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ইনিংস লম্বা করতে পারেন নি। এই দুই ব্যাটারের আউটে চাপে পড়ে আফগানিস্তান। তাদের স্কোর তখন ৫ উইকেটে ১৭৪ রান। বিশ্বকাপে ফর্মে নেই মোহাম্মদ নবী। এই ম্যাচেও কিছু করে দেখাতে পারেন নি এই অভিজ্ঞ ব্যাটার। ৯ রান করে আউট হয়েছেন নবী। ইকরাম আলিখিল আফগানদের বড় রানের স্বপ্ন বাঁচিয়ে রাখেন। ৬৬ বলে ৫৮ রান করেন তিনি। রশিদ খানের ২২ বলে ২৩ ও মুজিবের ১৬ বলে ২৮ রানে চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানিস্তান। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতে ২৮৪ রানে অলআউট হয় তারা।

ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ ৪২ রানে নিয়েছেন ৩ উইকেট। মার্ক উড নেন ২ উইকেট।

Exit mobile version