বন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন তাসকিন

জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তারই এক বন্ধু। যে ঘটনায় মিরপুর মডেল থানায় ডানহাতি পেসারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে বন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন এই পেসার। তাই নয় তাকে বিব্রত করতেই অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান তাসকিন।

গত রোববার দিবাগত মধ্যরাতে সিফাতুর রহমান সৌরভ নামের এক বন্ধুকে তাসকিন মারধর করেছেন বলে অভিযোগ করেন। এই ক্রিকেটার সেসময় মদ্যপ অবস্থায় ছিলেন বলেও একটি গণমাধ্যমে জানান সৌরভ। তাসকিনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি নিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়নি পুলিশ। অভিযোগকারী সৌরভ বলেছেন, তাকে কিল-ঘুষি মেরে জখম করেন তাসকিন। পরে তিনি শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন।

অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তাসকিন বলেন,‘এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ ভাই। আমি পারিবারিক কাজে ব্যস্ত, আমি কাউকে মারিনি। আমাকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে।’

এ বিষয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন,‘তাসকিনের ব্যাপারে একটা খবর আমরা দেখেছি। আপনাদের মাধ্যমেই জেনেছি। পুরো বিষয়টা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। তাসকিনের সঙ্গে এখনো আমাদের কথা হয়নি। আমরা আগে খোঁজ নিব, জানব। তারপর প্রয়োজন হলে তদন্ত করব, আলোচনা করব। আমি সকালে ফাহিম (নাজমুল আবেদিন) ভাইয়ের সঙ্গেও আলাপ করেছি। শৃঙ্খলাভঙ্গের কোন বিষয় পেলে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব।’

উল্লেখ্য’তাসকিন বিসিবির একমাত্র এ+ ক্যাটাগরির ক্রিকেটার। চলতি চুক্তিতে সবচেয়ে বেশি বেতন পান তিনি।

Exit mobile version