টেবিল টপার ফরচুন বরিশালকে ২৪ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, বিপিএলের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠলো চিটাগং কিংস। ফলে এক ম্যাচ জিতেই ফাইনালে খেলার সুযোগ পাচ্ছে কিংসরা।
অর্থাৎ ৩ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফাইয়ার খেলবে তারা। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন তামিম ইকবালের ফরচুন বরিশালই। অবশ্য বরিশালের সামনেও এই ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার সুযোগ। অবশ্য হারলেও এলিমিনেটর জিতে আসা রংপুর রাইডার্স কিংবা খুলনা টাইগার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলার সুযোগ পাবে বরিশাল বা চিটাগং কিংস।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে মারমুখি ব্যাটিংয়ের সুবাদে ৪ উইকেটে ২০৬ রানের টার্গেট পায় মোহাম্মদ মিথুনের চিটাগং কিংস। ওপেনার পারভেজ হোসেন ইমনের ৪১ বলে ৭৫ রানের পর পরের দিকের ব্যাটাররাও হাতখুলে খেলেছেন।
কিংসদের হয়ে গ্রাহাম ক্লার্ক ২১ বলে ২৬, হায়দার আলী ২৩ বলে অপরাজিত ৪২ ও শামীম হোসেন ১২ বলে ৩০ রানের টর্নেডো ইনিংস খেলেন।
বরিশালের পক্ষে তাইজুল ইসলাম দুই উইকেট পেলেও চার ওভারে দিয়েছেন ৪৬ রান। একটি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও মোহাম্মদ নবী। এবাদত চার ওভারে দিয়েছেন সবচেয়ে কম ১৯ রান।
জবাবে খেলতে নেমে তামিম ইকবাল ছয় বলে শূন্য ও আরেক ওপেনার তাওহীদ হৃদয় ১১ বলে ৯ রান করে আউট হলে ব্যাকফুটে চলে যায় বরিশাল।
পরে ডেভিড মালান ৬৭, মুশফিকুর রহীম ২৪ ও মাহমুদউল্লাহ ২৬ বলে ৪১ রান করে পরাজয়ের ব্যবধান কমিয়েছেন।
চিটাগংয়ের পক্ষে দু’টি করে উইকেট পেয়েছেন বিনুরা ফার্নান্দো ও আলিস আল ইসলাম। এছাড়া একটি করে উইকেট তুলে নিয়েছেন খালেদ আহমেদ ও আরাফাত সানী।