বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে রংপুর রাইডার্স। দলীয় ৪৮ রানের মধ্যেই ফিরে গেছেন টপ অর্ডারের পাঁচ ব্যাটার।
টস হেরে ব্যাটিংয়ে নামা বরিশাল দ্বিতীয় ওভারেই সাইফুদ্দিনের ঝড়ের মুখ দুই উইকেট হারায়। ওপেনার ওপেনার মেহেদী হাসানের পর বিদায় নেন সাকিব আল হাসান। ইনিংসের ৫ম ওভারে কাইল মায়ার্সের শিকার হন ওপেনার রনি তালুকদার। ১৮ রানে তিন উইকেট হারিয়ে রীতিমতো ধুকতে থাকা দলটা নবম ওভারের ষষ্ঠ ও দশম ওভারের প্রথম বলে যথাক্রমে মেহেদী মিরাজ ও জেমস ফুলারের বলে আউট হন নিকোলাস পুরান ও জেমস নিশাম।