ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আজ প্রথমবারের মতো পুরো ৪ ওভারের বোলিং কোটা সম্পন্ন করলেন সাকিব আল হাসান। এক উইকেট নেওয়ার পাশাপাশি রেখেছেন শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ের ছাপও। বল হাতে খরচ করেছেন ২৫ রান। তবে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সকে জয় এনে দিতে পারেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক।
বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৬ রান তোলে অ্যান্টিগা। ব্যাট হাতে সাকিবের ইনিংস ছিল হতাশাজনক—১৪ বলে ১৩ রান করে বিদায় নেন তিনি। ওপেনার জুয়েল অ্যান্ড্রু ৩১ বলে ৪০ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও মিডল অর্ডারে আন্দ্রেস গুস (১৪) ও সাকিব ব্যর্থ হন। শেষ দিকে ইমাদ ওয়াসিম (২৫ বলে ৩৭) ও উসামা মিরের (২৬ বলে ৩৪) ছোটখাটো অবদানেই কোনোমতে দেড়শ’র কাছাকাছি পৌঁছায় দলটি।
বল হাতে মোহাম্মদ আমির নেন সর্বোচ্চ ৩ উইকেট। আকিল হোসেন ও আন্দ্রে রাসেল শিকার করেন দুটি করে।
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাকিব ফিরিয়ে দেন ওপেনার কলিন মানরোকে। কিন্তু এরপর আর সুবিধা করতে পারেনি অ্যান্টিগার বোলাররা। কেসি কার্টি ও অ্যালেক্স হেলসের ৮৭ রানের জুটি ম্যাচকে একতরফা করে তোলে। হেলস খেলেন ক্যারিয়ারের ৮৮তম টি-টোয়েন্টি ফিফটি—যা তাকে সর্বোচ্চ ফিফটি করা ব্যাটসম্যানদের তালিকায় ষষ্ঠ স্থানে তোলে। চার নম্বরে নেমে নিকোলাস পুরান মাত্র ১১ বলে ২৩ রান করে জয় নিশ্চিত করেন। অ্যান্টিগার হয়ে সাকিবের পাশাপাশি জেইডেন সিলস পান একটি উইকেট।
৮ বল ও ৮ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। এই হারের পরও অ্যান্টিগা ৭ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, যদিও তাদের চেয়ে কম ম্যাচ খেলেছে অন্য দলগুলো। দ্বিতীয় স্থানে থাকা ত্রিনবাগো এখন পর্যন্ত ৪ ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে।
