জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দশম আসর। ইতিমধ্যেই প্লে-অফে মুখোমুখি হতে যাওয়া চার দলের মধ্যে দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাকি দুইটি স্থানের জন্য লড়াইয়ে আছে তিন দল। এমন সমীকরণে বাঁচা-মরার লড়াইয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।
আজ খুলনা টাইগার্সকে হারাতে পারলেই প্লে-অফ নিশ্চিত করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে যদি তাঁরা হেরে যায়, তাহলে নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে খুলনা হারিয়ে দিলেই বিদায় নিবে শুভাগত হোমের দল।
অন্যদিকে ১০ ম্যাচের ৫টায় জিতেছে খুলনা টাইগার্স। প্লে-অফে উঠতে তাই আজসহ নিজেদের শেষ ম্যাচেও জিততে হবে এনামুল হক বিজয়দের। এছাড়া নেট রান রেটে বরিশালকে পেছনে ফেলার কোনো সম্ভাবনা নেই তাঁদের।
খুলনা টাইগার্স একাদশঃ
এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, জেসন হোল্ডার, শাই হোপ, আরিফ আহমেদ, ওয়েন পারনেল ও পারভেজ হোসেন ইমন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশঃ
শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস, মোহাম্মদ ওয়াসিম, বেলাল খান, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, সৈকত আলি, রোমারিও শেপার্ড, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম ও সালাউদ্দিন শাকিল।