বাঁচা মরার ম্যাচে ১২৪ রানের টার্গেট পেলো খুলনা

এবারের বিপিএলের গ্রুপ পর্বেই বিদায় চূড়ান্ত হয়ে গেছে ঢাকা ক্যাপিটালসের। অন্যদিকে প্লে-অফ খেলতে ঢাকাকে হারাতেই হবে খুলনা টাইগার্সের। এমন সমীকরণের ম্যাচে শাকিব খানের ঢাকার বিপক্ষে ১২৪ রানের টার্গেট পেয়েছে খুলনা।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ের পরও ৯ উইকেটে ১২৩ রানে সন্তুষ্ট থাকতে হয় ঢাকাকে। অন্যদের মধ্যে সাব্বির রহমান ২০, মেহেদী হাসান রানা ১৩ ও লিটন দাস ১০ রান করেন।

খুলনার পক্ষে হাসান মাহমুদ চার ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন। উইলিয়াম বোসিসতো চার ওভার বোলিংয়ে ১০ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন। এছাড়া একটি করে উইকেট তুলে নিয়েছেন নাসুম আহমেদ, মেহেদে মিরাজ, মুশফিক হাসান, জিয়াউর রহমান ও মোহাম্মদ নেওয়াজ।

Exit mobile version