মোনাঙ্ক প্যাটেল। যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের অধিনায়ক। যার নেতৃত্বে নিজেদের প্রথম দেখাতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র। এক সাক্ষাৎকারে তিনি জানালেন, বাংলাদেশকে হারানো সম্ভব বলে জানতেন তিনি।
বিশিষ্ট সাংবাদিক উৎপল শুভ্রকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গত পাঁচ থেকে ছয় মাস আমরা যেমন খেলেছি, যেমন প্রস্তুতি নিয়েছি, তাতে ভালো কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। জানতাম, আমাদের সেরা খেলাটা খেলতে পারলে বাংলাদেশকে হারাতে পারব। ‘
মোনাঙ্কের জন্ম ভারতের গুজরাটে। খেলেছেন সেখানের বয়সভিত্তিক দলেও। সেখান থেকে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম অধিনায়ক।
তাঁর ক্রিকেটীয় যাত্রা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই বিশ্বকাপে আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করা হচ্ছে। আমরা তা পূরণ করতে পারব বলেও আমি আশাবাদী। আর আমার জন্য এই যাত্রাটা দারুণ রোমাঞ্চকর। দলের জন্যও। আমরা অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছি। সব সামলে গত পাঁচ বছরে আমরা যা করেছি, তা নিয়ে আমি গর্বিত। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছি, এটাকে স্মরণীয় করে রাখতে চাই। ‘